কম্পউটারের মাউস যদি উল্টো ভাবে কাজ করে কেমন হবে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

প্রিয় পাঠক,
আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের একটি মাজার টিপস শেয়ার করবো, তা হলো মাউস নিয়ে মজা। আমরা অনেক সময় বাড়ি বা অফিসে কম্পিউটার ব্যবহার নিয়ে খুব ঝামেলার পরি। এ থেকে বাচার একটি সহজ উপায় আছে, আর তা হচ্ছে মাউসের বাটন চেঞ্জ করে দিয়ে। আচ্ছা চিন্তা করুন তো, যদি আপনার মাউসের ডান বাটন চেঞ্জ হয়ে বাম হয়ে যায়। তার মানে উল্টো কাজ করে কেমন হবে। আপনি কি কাজ করতে পারবেন?  চলুন এবার  জেনে নিই কিভাবে আপনি এই কাজটি করবেন। প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের control panel

যেয়ে মাউস অপশানে ক্লিক করতে হবে। সেখান থেকে button Option ক্লিক করতে হবে। তারপর  switch primary key and secondary key  অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মাউস উল্টো ভাবে কাজ শুরু করবে।
এখন ডান পাশের বাটনের কাজ, বাম পাশের বাটনে করবে। আর বাম পাশের বাটনের কাজ ডানপাশের বাটনে করবে।

 ঠিক করতে আবার switch primary key and secondary key অপশনে ক্লিক করে টিক চিহ্নটি তুলে দিলে আবার ঠিক হয়ে যাবে।

সময় করে আমাদের আমার পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ। 

No comments

Powered by Blogger.