কৃষি সেমিনারে অংশ নিয়ে, চাষ করবো বাড়িতে বসে

বর্তমান করোনা পরিস্থিতির কারণে জন জীবনে অচল হয়ে আসছে। মানুষ বাড়িতে থেকে অলস সময় পার করছে। এই সময় বাড়িতে থেকে আপনি কি ধরণে কৃষি কাজ করতে পারেন সেই বিষয়ে নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে খুব শিঘ্রই। আমরা এটি ধারাবাহিক ভাবে বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে আয়োজন করবো। এছাড়া বিভিন্ন ফার্ম ভিজিটের আয়োজন করবো।  সেখানে ভিজিট করে আপনি নিজে কিছু করতে উৎসাহিত হবেন। কোন প্রশ্ন থাকলে তাদের কাছ থেকে জানার সুযোগ পাবেন। আপনার সকল ভয়কে কাটিয়ে নিজে নিজে কিছু করার সাহস পাবেন।

প্রথম বারের মত কৃষি সেমিনারের আয়োজন করতে যাচ্ছি। সেমিনারে আলোচনা রাখবেন, প্রশিক্ষণ প্রাপ্ত ফার্মার ফেসিলিটেটর ও অভিজ্ঞ নার্সারি ব্যবসায় সফল উদ্যোক্তা। তারা বর্তমান সময়ে বাড়ির আঙ্গিনায় কি কি চাষাবাদ করা যায়, কিভাবে করা যায় তার বিস্তারিত আলোচনা করবেন। শুধু তাই না, আপনার উৎপাদিত দ্রব্য কিভাবে সংরক্ষণ করে বিক্রয় করা যায় তার বিস্তারিত আলোচনা করবেন। আমাদের প্রোগ্রামটি সরাসরি ফেসবুকে লাইভেও দেখা যাবে।

আমরা পরবর্তীতে কৃষি খামার, হাঁস খামার, গরুর খামার, মৎস খামার, বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠানে ভ্রমণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

বিঃদ্রঃ

১। আপনাকে অবশ্যই মাস্ক পরিধান থাকতে হবে।
২। একটি গাছ লাগানোর মত জমি থাকতে হবে।
৩। অনলাইনে নিবন্ধন করতে হবে।
৪। অনলাইনে নিবন্ধনকৃত প্রথম ২০ জনকে sms এর মাধ্যমে স্থান এবং সময় জানানো হবে। 
৫। কৃষি সেমিনারটি শুধু মাত্র বারাকপুর ইউনিয়নের জন্য।



No comments

Powered by Blogger.