মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদেয় ২৫০০ টাকা পাওয়ার উপায়.....
প্রিয় পাঠক,
আসসালামু আলাইকুম।
অনেকেই অবগত আছেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিষয়ক কর্মসূচীর আওতায় প্রদেয় ২৫০০ টাকার তালিকা থেকে কিছু ভাতাভোগী টাকা পেয়েছেন আবার অনেকেই বিভিন্ন সমস্যার কারণে পায়নি। যারা পায়নি তাদের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এক্ষেত্রে দেখা যায় যে, প্রধান সমস্যা হলো, “আবেদনকারীর নিজ NID দিয়ে ব্যবহারকৃত সীম কার্ডটির রেজিস্ট্রেশন না করানো।”
তাই প্রত্যেক আবেদনকারীর নিজস্ব NID নম্বর ব্যবহার করে, নিজের নামে একটি মোবাইল সীম কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
যথাযথ কর্তৃপক্ষ থেকে ত্রুটিযুক্ত উপকারভোগীর তালিকা পাওয়ার সাথে সাথে তা ইউনিয়ন কমিটির নিকট প্রেরণ করবে। তখন আপনারা নিজ NID দিয়ে নিবন্ধনকৃত মোবাইল নম্বরটি তালিকায় অন্তুরভুক্ত করার পর আপনি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিষয়ক কর্মসূচীর আওতায় প্রদেয় ২৫০০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেয়ে যাবেন।
****** NID ভূক্ত সীম কার্ড যাচাই করার পদ্ধতিঃ
যেকোন মোবাইল অপারেটর নম্বর হতে *16001# নম্বরে ডায়াল করে নিজ NID এর শেষ ৪ ডিজিট প্রদান করলেই বুঝা যাবে যে, সেই NID এর মাধ্যমে উক্ত সিমটি রেজিস্ট্রেশন করা কি না।
No comments