কম্পিউটারে বাংলা লেখার সহজ উপায়-০১

 প্রিয় পাঠক, 

আশাকরি আপনারা ভালো আছেন। চলুন আজ জেনে নিই কত সহজে বাংলা লেখা যায়। আমরা বাংলা লিখতে অনেক ভয় পাই। আসলে বাংলা টাইপ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলুন শিখি বাংলা।

আপনাকে বাংলা লিখতে হলে প্রথমে কয়েকটি কাজ করে নিতে হবে। 
যেমন-
১। আপনার কম্পিউটারে বাংলা সফটওয়্যারটাকে প্রথমে বাংলা করে নিতে হবে।
২। ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে NikoshBAN বা SutonnyMJ  যে কোন একটা দিয়ে আপনি লিখতে পারেন।
৩। আপনার কম্পিউটারের Caps Lock অফ করে নিতে হবে।
এবার আপনি আপনার কম্পিউটারের কি-বোর্ড হতে নিচে কমান্ড দেখে ক্লিক করুন আশা করি বাংলা লিখতে পারবেন। তাহলে শুরু করে ফেলুন-
 

এভাবে খুব সহজে আপনি বাংলা লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।


No comments

Powered by Blogger.