বিকাশের পিন সেট করার সহজ উপায়

আপনি খুব সহজে বিকাশের পিন রিসেট করতে পারবেন। এর জন্য আপনাকে বিকাশ কল সেন্টারে ফোন করতে হবে না।চলুন তাহলে জেনে নিই

১। আপনি যে নাম্বার হতে পিন রিসেট করতে চান সেই ফোন থেকে *২৪৭# ডায়াল করতে হবে।

২। তারপর 9.Reset PIN লেখা দেখা যাবে, সেখান থেকে 9 লিখে Send ক্লিক করতে হবে। 

 
৩।  Enter your bKash Registred NID/Pasposrt/Driving License Number লেখার নিচের আপনার যে নাম্বার দিয়ে বিকাশ খোলা সেই নাম্বার দিয়ে Send ক্লিক করুন।
 

 ৪। Enter the 4 digit of your Birth Year (yyyy) এই লেখার নিচে আপনার যে  (NID/Pasposrt/Driving Licens) যেটি দিয়ে বিকাশ একাউন্ট খোলা তার জন্ম তারিখের শুধু বছরের চার সংখ্যা লিখে সেন্ডে ক্লিক করুন। 
 
 ৫। Select a service from last 10 Transctions in 90 days লেখার নিচে ৭ টি অপশন রয়েছে আপনার যে একটি তে ক্লিক করে সঠিক তথ্য দিন আর যদি কোনো transctions না করে থাকেন তাহলে ৭নং অপশনে ক্লিক করুন।
 
৬। এরপর আপনার মোবাইলে একটি OTP বা One Time Password আসবে। 
 
৭। এবার আবার আপনার মোবাইল থেকে *২৪৭# ডায়াল করতে হবে। 
 
৮। এর পিন রিসেট করার জন্য 1 চাপতে বলবে, সেখান থেকে 1 চেপে OTP বা One Time Password দিতে হবে। 
 
৯। তারপর নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে এখানে পরপর দুই বার একই Password দিতে হবে।
এভাবে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

আমার পোষ্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
 
 




 

2 comments:

Powered by Blogger.