ভোটার নাম্বার দিয়ে সহজে তৈরি করুন Nid নাম্বার

প্রিয় পাঠক,

আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলুন আজ একটি মজার বিষয় জেনে নিই। আমরা অনেক সময় ভোটার আইডি কার্ড হাড়িয়ে ফেলে বিপদে পরে যায়। আমাদের Nid নাম্বারের প্রয়োজন হয়। আমরা অনেকেই জানি Nid নাম্বার থাকলে অনলাইন থেকে খুব সহজে ভোটার কার্ডের জন্য আবেদন করা যায় বা প্রয়োজনে ব্যবহার করা যায়। চলুন তাহলে শিখে নিই কিভাবে ভোটার নাম্বার থেকে Nid নাম্বার তৈরি করতে হবে।

 

(১)

আমাদের আগে জানতে হবে একটি ভোটার নাম্বারের ভিতর কি কি নাম্বার থাকে।

ক) জেলা কোড (যেমন- খুলনা জেলা কোড ৪৭)

খ) আর এম ও কোড (যেমন- পল্লী এলাকার জন্য-১, সিটি কর্পোরেশনের জন্য-৯)

গ) উপজেলা কোড (যেমন- দিঘলিয়া উপজেলা কোড ৪০)

ঘ) ইউনিয়ন কোড (যেমন- বারাকপুর ইউনিয়ন কোড ১৭)

ঙ) ভোটার ক্রমিকের শেষ ৬ সংথ্যা

এই সকল কিছুকে এক করলে আপনার একটি NID নাম্বার হয়ে যাবে।

১৯৭৫

৪৭

৪০

১৭

০০১৬৮৭

জন্ম সাল

জেলা কোড

আর এম ও কোড

উপজেলা কোড

ইউনিয়ন কোড

ভোটার নাম্বারের শেষ ৬ সংখ্যা

 ১৯৭৫  ৪৭১৪০১৭০০১৬৮৭

ভোটার নাম্বার মুলত ১৩ সংখ্যার হয়ে থাকে কিন্তু সাথে জন্ম সাল যোগ করে ১৭ সংখ্যার করে নিতে হয়।

ধন্যবাদ সময় করে পোষ্টটি পড়ার জন্য। 

কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। 

 (বিঃদ্রঃ শুধুমাত্র ফরম নাম্বার, ভোটার নাম্বার বা আইডি নাম্বার দিয়ে ভোটার তথ্য পেতে ইনবক্স করুন।  ফরম নাম্বার, ভোটার নাম্বার বা আইডি নাম্বারের যে কোনো একটি এবং নাম দিয়ে ইনবক্স করতে হবে।

ইনবক্স করতে এখানে ক্লিক করুন)

No comments

Powered by Blogger.