২৫০০ টাকা তুলতে সমস্যা ও তার সমাধানের উপায়

প্রিয় পাঠক,
আশা করি আপনারা করোনার মধ্যে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা আমার পোষ্টে হেড লাইন পড়েই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করবো।

আপনারা অনেকে মোবাইল SMS পেয়েছেন, কিন্তু সময়মত  PIN সেট করতে পারেননি। তার কারণে টাকা পাওয়ার পর তুলতে গেলে দেখাচ্ছে পিন সেট করার সময় শেষ। আপনারা যদি টাকা তুলতে না পারেন, কোনো কারণে হতাশ হবেন না। আপনাদের টাকা তুলতে যত সমস্যা হোক না কেনো তার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে অনুরোধ আপনারা কারোর ধোকার মধ্যে পরবেন না। প্রয়োজনে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করুন । আপনারা যারা এই পোষ্টটি পড়ছেন যদি আপনাদের জানা শোনা কোনো ব্যক্তি এমন সমস্যার মধ্যে থাকে তাকে তথ্য দিয়ে সহযোগীতা করুন অথবা সরাসরি ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দিন।

সকলের সহযোগীতার মাধ্যমে সাধারণ মানুষের এই সমস্যা থেকে উত্তোরণ করা সম্ভব।

বিঃদ্রঃ মনে রাখবেন যদি আপনি কোনো ভাবে আপনার সমস্যা সমাধান করতে না পারেন তখন আপনি নিচের পথ অবলম্বন করবেন।

১. যদি বুঝতে পারেন আপনার টাকা বিকাশে এসেছে তাহলে আপনার মুল আইডি কার্ড ও সিমটি নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে চলে যান।

২. যদি বুঝতে পারেন আপনার টাকা রকেটে একাউন্টে এসেছে তাহলে আপনার মুল আইডি কার্ড ও সিমটি নিয়ে ডাস বাংলা কাস্টমার কেয়ারে চলে যান।

৩.যদি বুঝতে পারেন আপনার টাকা শিওর ক্যাশ এ এসেছে তাহলে আপনার মুল আইডি কার্ড ও সিমটি নিয়ে শিওর ক্যাশ কাস্টমার কেয়ারে চলে যান।

৪.যদি বুঝতে পারেন আপনার টাকা নগদ এ এসেছে তাহলে আপনার মুল আইডি কার্ড ও সিমটি নিয়ে নগদ কাস্টমার কেয়ারে চলে যান।

মনে রাখবেন ২৫০০ টাকা তুলতে আপনার অতিরিক্ত কোনো টাকা প্রদান করতে হবে না।



No comments

Powered by Blogger.