জন্ম নিবন্ধন এর তারিখ সংশোধনের সহজ উপায়
প্রিয় পাঠক,
প্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি খুবই প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা শিরোনাম দেখে বুঝতে পেরেছেন নিশ্চই।
জন্ম নিবন্ধনের তারিখ সংশোধন করা খুবই সহজ একটি কাজ যদি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকে। তিনটি কাগজ সঠিক ভাবে পুরণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় জমা প্রদান করতে হয়। তারপর আবেদনটি যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হলে জন্ম তারিখটি সংশোধন করে দেই।
চলুন কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত দেখে.............
(১)
আপনাকে প্রথমে একটি জন্ম/মৃত্যু তথ্য বাতিল/সংশোধনের আবেদন পত্র সঠিক ভাবে পুরণ করতে হবে।
যেমন জন্ম/মৃত্যু নিবন্ধন নাম্বার- এখানে অনলাইন জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার নাম্বারটি লিখতে হবে।
নিবন্ধিত ব্যক্তির নাম- এখানে নিজের নাম লিখতে হবে।
জন্ম/মৃত্যু তারিখ- এখানে অনলাইন জন্ম নিবন্ধনে যে তারিখটি রয়েছে সেটি লিখতে হবে।
বিদ্যমান ভুল তথ্য-এখানে অনলাইন জন্ম নিবন্ধনে যে ভুল তারিখটি রয়েছে সেটি লিখতে হবে।
সংশোধীত তথ্য-এখানে আপনার সঠিক তারিখটি লিখতে হবে।
সংশোধনের সাপেক্ষে প্রদেয় সনদপত্র সমূহ-এখানে আপনি প্রমাণ হিসাবে যে কাগজপত্র দাখিল করবেন তা লিখতে হবে।
আবেদনকারীর স্বাক্ষর-এখানে আপনার স্বাক্ষর করতে হবে।
নিবন্ধক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর ও নামসহ সীল-এখানে ইউপি সচিবের স্বাক্ষর করাতে হবে।
উপরের আবেদন ফরমের ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করতে এখানে কিক্ল করুন
(২)
এই ফরমটির যেখানে ০২ নং বারাকপুর ইউনিয়ন লেখা আছে সেখানে আপনার নিজের ইউনিয়নের নাম লিখতে হবে।
নিবন্ধন নং এর ঘরে আপনার অনলাইন নিবন্ধনের ১৭ সংখ্যার নিবন্ধন নাম্বারটি লিখতে হবে।
নাম এর ঘরে আপনার নিবন্ধনে যে নাম রয়েছে সেটি লিখতে হবে।
পিতা নাম এর ঘরে আপনার নিবন্ধনে যে নাম রয়েছে সেটি লিখতে হবে।
মাতার নাম এর ঘরে আপনার নিবন্ধনে যে নাম রয়েছে সেটি লিখতে হবে।
ঠিকানা লেখার ঘরে আপনার পূর্ণ ঠিকানা লিখতে হবে।
সঠিক ভাবে লিখে প্রিন্ট করে চেয়ারম্যানের সীলসহ স্বাক্ষর করাতে হবে।
উপরের ফরমের ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করতে এখানে কিক্ল করুন
(৩)
সঠিক ভাবে চালান ফরমটি পুরণ করে ব্যাংকে জমা প্রদান করতে হবে।
শাখার নাম- আপনি যে শাখায় চালান চমা দিতে চান সেই শাখার নাম লিখতে হবে।
চালান নং- এখান চালান নাম্বার লিখতে হবে( বিঃদ্রঃ খুলনা জেলার চালানের কোড নং লেখাই আছে)
উপরের চালানের ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করতে এখানে কিক্ল করুন।
প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে একত্রিত করে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় জমা প্রদান করতে হবে। সাখে একটি ২০ টাকার মুল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে। সকল কাগজপত্র সঠিক থাকলে তারিখটি সংশোধন করে দিবে। তখন ইউনিয়ন পরিষদ হতে সংশোধনকৃত জন্ম নিবন্ধনটি সংগ্রহ করা যাবে।
পাসপোর্টের জন্ম তারিখ ও পাল্টানো যায় নাকি
ReplyDeleteGood
ReplyDelete