নিজের হাতের উপার্জন-০১
বয়াত-
“ব-নানে খোশকে কানায়াত কুনেম ও জামায়ে দলক,
কে-লঞ্জে মেহনাতে খোদবেহ কে –বারে মিন্নাত
খলক”
অর্থ-শুকনা রুটির ওপর সন্তুষ্ট থাকব এবং জামায় তালি দিতে থাকব। কেননা, অন্যের শান্তির
বোঝা উঠানোর চেয়ে নিজে শ্রমের কষ্ট বহন করা উত্তম।
শিক্ষা- নিজের হাতের উপার্জন করা একটি রুটি
অন্যের দয়ায় দেয়া পোলাও কোর্মার চেয়েও অধিক সুপ্রিয়।
ঘটনা- এক দরবেশকে কোন এক লোক এসে বলল, তুমি
বসে বসে কি কর? এই শহরের মধ্যে অমুক ব্যক্তি অত্যন্ত দাতা ও দয়ালু। সে আজকাল সর্বসাধারণকে
দান করে এবং সকলের প্রিয়জন হতে চায়। যদি তোমার অবস্থা জানতে পারে, যেভাবে তুমি আছ,
তবে সে তোমাকে দান করতে ইচ্ছুক হবে; তোমার কাছে প্রিয় হতে আগ্রহন্বিত হবে এবং তোমাকে
দান করা সে সুযোগ বলে গ্রহণ করবে। দরবেশ বলল-চুপ থাক, অন্যের কাছে নীচভাবে যাচনা করার
চেয়ে মৃত্যু অনেক ভাল।
হযরত শেখ সা’দী (রাহঃ), গুলিস্তাঁ ও বোস্তাঁ’র
বঙ্গানুবাদ, পৃষ্ঠা নং-৬০
No comments