অফিস ২০০৭ এ প্যারাগ্রাফে টেক্সটে হাইলাইটিং কালার প্রদান করার উপায়-১৬

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ কাজ করার সময় কিভাবে প্যারাগ্রাফে টেক্সটে হাইলাইটিং কালার পরিবর্তন করতে হয়।
১। প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত শব্দ / বাক্য / প্যারাগ্রাফকে সিলেক্ট করতে হবে।


 
২। Home ট্যাবে ক্লিক করতে হবে।



 ৩। Font গ্রুপের  Text Highlight Color  টুলের ড্রপ-ডাউন আইকনে ক্লিক করুন।



৪। Text Highlight Color তালিকা হতে পছন্দের কালার সিলেক্ট করলে কাঙ্ক্ষিত অংশের কালার পরিবর্তন হয়ে যাবে।



এভাবে খুব সহজে আপনার যে কোন প্যারাগ্রাফে টেক্সটে হাইলাইটিং কালার পরিবর্তন করতে পারবেন।   ধন্যবাদ সবাইকে।


ঘরে থাকুন, ভালো থাকুন।

আল্লাহ হাফেজ।




No comments

Powered by Blogger.