অফিস ২০০৭ এ প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট পরিবর্তন করা-১৫

মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ কাজ করার সময় কিভাবে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হয়।
১। প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত শব্দ / বাক্য / প্যারাগ্রাফকে সিলেক্ট করতে হবে।
২। Home ট্যাবে ক্লিক করতে হবে।
৩। Paragraph গ্রুপে থাকা উপযুক্ত প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট বাটনে ক্লিক করে অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হয়।
     ( Align Left, Center, Right বা Justify)

ক)  Align Left
 
খ)  Align Right 




গ)  Align Center



ঘ)  Align Justify



 এভাবে খুব সহজে আপনার যে কোন লেখাকে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন, ভালো থাকুন।

আল্লাহ হাফেজ।













No comments

Powered by Blogger.