হাফহাতা শার্ট বা টিশার্ট পরে কি নামায হবে?

উত্তর- পুরুষদের জন্য নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর দুই কাঁধসহ উপরের অংশটা ঢেকে রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদাহ। কনুই ঢেকে রাখার কোনো জরুরত নেই। বাংলাদেশে অনেইই বলেন, হাফহাতা শার্ট, গেঞ্জি ইত্যাদি পরে সালাত আদায় করালে সালাত হয় না- কথাটা আসলে ওই রকম নয়। আসল কথা হল, রাসূল (স.) হজ্জে এবং অন্য সময়, হজ্জের ইহরামের সময় যে পোশাক পরা হয়, এটা পরেই তিনি অজীবন নামায পড়েছেন মাদীনার। দর্শক, আপনার হয়ত দেখেছেন ইহরামের পোশাকে কনুইটা খুলে যায়। হাফহাতার মতোই। কাজেই কাঁধ ঢেকে রাখা জরুরি, কনুই ঢেকে রাখা জরুরি নয়। অতএব, গেঞ্জি বা হাফহাতা শার্ট পরে সালাত আদায় করলে সালাতের কোনো ক্ষতি হবে না।
জিজ্ঞাসা ও জবাব (১ম খন্ড), ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), পৃষ্ঠা নং-০৯, প্রশ্ন নং-০৬।


No comments

Powered by Blogger.