সুস্থ সক্ষম ব্যক্তি বসে নামায পড়লে সমস্যা আছে কি না?

উত্তর - ফরয সালাত দাড়িয়ে পড়া ফরয।  যে ব্যক্তি দাড়িয়ে থাকতে পারেন, অন্তত সালাত আদায় করার এই ২/৩ মিনিট সময়- তিনি বসে ফরস সালাত আদায় করলে সালাত হবেই না। আর নফল সালাত বসে পড়লে হবে। তবে ছওয়াব কম হবে।

জিজ্ঞাসা ও জবাব (১ম খন্ড), ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), পৃষ্ঠা নং-৮৩, প্রশ্ন নং-২০৩।
   

No comments

Powered by Blogger.