রাগ নিয়ন্ত্রণ করার উপায়..

উত্তর - প্রথমত রাগ এটা গোনাহ্,  সবসময় মনে রাখবেন। দ্বিতীয়ত, রাগলে আপনার ব্রেন আর কাজ করে না। ব্রেনের কাজ নিয়ে নেয় শয়তান। শয়তানকে এটা নিতে দেবেন না। যতক্ষণ রাগ থাকে মুখ বুজে থাকবেন। কোনো কথা যেন রাগের মাথায় না বলি। রাগ নিয়ন্ত্রণের জন্য আল্লাহর রাগের কথা মনে রাখবেন যে, আমি রাগলে আল্লাহও রেগে যাবেন। কাজেই আল্লাহ যে না রাগেন তাই রাগ রাগ কন্ট্রোল করতে হবে। রাসূল্লাহ (স.) রাগের সময় বারবার "আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম" পড়তে বলেছেন। চোখেমুখে পানি দেয়া, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, ওযু করা - এগুলো হল রাগ নিয়ন্ত্রণের জন্য রাসূলুল্লাহ (স.) এর প্রেসক্রিপশন।

জিজ্ঞাসা ও জবাব (১ম খন্ড), ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ), পৃষ্ঠা নং-৯৯, প্রশ্ন নং-২৪৩।

No comments

Powered by Blogger.