কাজের লোক - নবকৃষ্ণ ভট্টাচার্য


কাজের লোক
নবকৃষ্ণ ভট্টাচার্য

“মৌমাছি, মৌমাছি,
কোথা যাও নাচি’ নাচি’,
দাড়াঁও না একবার ভাই”।
“ওই ফুল  ফোটে বনে,
যাই মধু আহরণে
দাড়াঁবার সময় তো নাই”।

“ছোট পাখি, ছোট পাখি,
কিচি-মিচি ডাকি ডাকি’
কোথা যাও বলে যাও শুনি?”
“এখনা না ক’ব কথা,
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি”।

“পিপীলিকা, পিপীলিকা,
দল-বল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি”।
“শীতের সঞ্চয় চাই,
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিল পিল চলি”।



No comments

Powered by Blogger.