যে সব কারণে রোযা শুরু করার পর তা ভেঙ্গে ফেলার অনুমতি রয়েছে
1. যদি
এমন
পিপাসা
বা
ক্ষুধা
লাগে
যাতে
প্রাণের
আশংকা
দেখা
দেয়।
2. যদি
এমন
কোন
রোগ
বা
অবস্থা
দেখা
দেয়
যে,
ওষুধ-পত্র
গ্রহণ
না
করলে
জীবনের
আশা
ত্যাগ
করতে
হয়।
3. গর্ভবতী
স্ত্রীলোকের যদি এমন
অবস্থা
হয়
যে,
নিজের
বা
সন্তানের
প্রাণ
নাশের
আশংকা
হয়।
4. বেহুশ
বা
পাগল
হয়ে
গেলে।
***** উল্লেখ্য
যে,
এসব
অবস্থায়
যে
রোযা
ছেড়ে
দেয়
হবে
তার
কাযা
করে
নিতে
হবে।
***** কেউ
যদি
অন্যকে
দিয়ে
কাজ
করাতে
পারে
বা
জীবিক
অর্জনের
জন্য
অন্য
কোন
কাজ
করতে
পারে
তা
সত্ত্বেও
সে
টাকার
লোভে
রোদে
গিয়ে
কাজ
করল
এবং
এ
কারণে
অনুরূপ
পিপাসায়
আক্রান্ত
হল
কিংবা
বিনা
অপারগতায়
আগুনের
কাছে
যাওয়ার
কারণে
পিপাসায়
আক্রান্ত
হল,
তাহলে
তার
জন্য
রোযা
ছাড়ার
অনুমতি
নেই।
সূত্রঃ আহকামে যিন্দেগী, (পঞ্চম সংস্করণ), মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন, পৃষ্ঠা-২৫৩
No comments